রাশিয়া আবারও আফগানিস্তান সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে। প্রায় পাঁচশ সৈন্য নিয়ে আফগান সীমান্তের কাছাকাছি ও তাজিকিস্তানের পাহাড়ি এলাকায় এ মহড়া চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আফগানিস্তান থেকে মার্কিন সেনার প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। এর মাঝে কাবুলে দুই দিন ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। কাবুল বিমানবন্দরে সোমবার সকালে আবারও রকেট হামলা চালানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে তারা পাল্টা হামলা চালাচ্ছে।
রবিবার কাবুলের ঘনবসতিপূর্ণ ‘খাজে বুঘরা’ এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ছয় শিশুসহ ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটে আইএস খোরাসান শাখা ভয়াবহ এক আত্মঘাতী হামলা চালায়। হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১৭০ জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/শফিক