উত্তর কোরিয়ার কর্মকর্তাদের খাদ্য ঘাটতি মেটানোর জন্য কাজ করতে বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিং জং-উন। সেই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়টিও সামনে এনেছেন তিনি। জানা গেছে, গত বছর দেশটিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় টাইফুনে। চলতি বছরও অতিরিক্ত খরা ও বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে।
এক বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে কিম বলেন, ‘অস্বাভাবিক জলবায়ুর কারণে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং দিন কে দিন তা তীব্র আকার নিচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি তিনজন মানুষের একজনের খাদ্যদ্রব্য ক্রয়ের মতো অবস্থা নেই উত্তর কোরিয়ায়।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উত্তর কোরিয়ার অর্থনীতিতে ধস নেমেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে। সেই সাথে করোনা প্রতিরোধের জন্য সীমান্ত বন্ধ, কঠোর লকডাউনও দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সীমান্ত বন্ধ রাখার কারণে চীন থেকে আমদানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক