ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কঠোর নিরাপত্তারবেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের ছয় বন্দি পালিয়ে যাওয়ার জেরে এই হামলা চালানো হয়।
যদিও ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর পর শনিবার দিনের প্রথম দিকে গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়।
তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে আসা রকেট ভূপাতিত করা হয়। তবে আশকালন শহরের অধিকবাসীরা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে।
এর আগের ফিলিস্তিনের গণমাধ্যম খবর দিয়েছিল যে, গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দশটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/কালাম