আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি পুলিশ। গতকাল শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটিতে এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ওই ব্যক্তি পূর্ব জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। খবর রয়টার্সের।
তবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তি ছুরি নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করেছিল। তাই গুলি চালাতে বাধ্য হয়েছে তারা। এদিকে, ইসরায়েলের জেনিন শহরের কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে দু’জনকে আটক করা হয়েছে।
বিবিসি এক খবরে জানিয়েছেম, স্থানীয় সময় গতকাল শুক্রবার নাজরাথ শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি। তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ‘ইসলামি জিহাদ’র সদস্য।
বিডি-প্রতিদিন/শফিক