পদত্যাগ করেছেন ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। আজ শনিবার তিনি রাজ্যের রাজভবনে গভর্নর বা রাজ্যপাল আচার্য্য দেবব্রতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এতে বিধানসভা নির্বাচনের বছরখানেক তার এই পদত্যাগ বিজেপি শিবিরে জল্পনার জন্ম দিয়েছে।
এদিকে, বিজয় রুপানি হঠাৎ কেন পদত্যাগ করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিজেপির জন্য পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।
উল্লেখ্য, আগামী বছর গুজরাটে বিধানসভার ভোট হওয়ার কথা। পদত্যাগ করা বিজয় রুপানির নেতৃত্বেই ২০১৭-র বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি। এ নিয়ে নরেন্দ্র মোদি এবং আনন্দীবেন পটেলের পরে ফের গুজরাতের এক বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই সরে গেলেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক