সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের একটি সুরক্ষিত কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনির মধ্যে আরও দুইজনকে ধরে ইসরায়েল। দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। শনিবার নাজারেথ শহরের কাছে একটি আরব গ্রাম থেকে এই দুজনকে ধরা হয়। তারা একটি ট্রাক পার্কিং লটে লুকিয়ে ছিলেন।
তাদের ধরার কয়েক ঘণ্টা আগেই আরও দুই ফিলিস্তিনি ধরা হয়, তারাও পালিয়েছিলেন। গত সোমবার ৬ ফিলিস্তিনি তাদের কারাকক্ষের মেঝেতে করা গর্ত দিয়ে পালিয়ে যান। এ ঘটনা অনেক ফিলিস্তিনিকে উল্লসিত করলেও ইসরায়েল কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়।
এই ৬ জনের কেউ কেউ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত, কেউ আবার ইসরায়েলে প্রাণঘাতী হামলা চালানো বা পরিকল্পনার সন্দেহভাজন। পলাতক বাকি দুই ফিলিস্তিনিকে ধরতে এখনো অভিযান চালাচ্ছে ইসরায়েলের বাহিনী।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ