আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানে এক বৈঠকে মিলিত হয়েছেন চীন, রাশিয়া, ইরানসহ অন্তত আট দেশের গোয়েন্দা প্রধানরা।
শনিবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইএসআই-এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা প্রধানরা এক বৈঠকে অংশ নেন। সেখানে তারা আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন