তালেবানের এক মুখপাত্র এপিকে জানিয়েছে, নাইন/ইলেভেন (৯/১১) হামলার ২০তম বার্ষিকীর দিনেই এই পতাকা উত্তোলন করা হয় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে। এর আগে, ঘোষণার পরও নাইন ইলেভেনের দিন শপথগ্রহণ করেনি তালেবান গঠিত আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার। এর কারণ হিসেবে গোষ্ঠীটির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করা যায়নি। এছাড়া সরকার গঠনের কারণে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর চাপে রয়েছে তালেবান।
এদিকে, জনগণকে নিরাপত্তা দিতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে তালেবান। শনিবার কাবুলে তিন শতাধিক নারী বোরকা পরে তালেবানের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাদের পরনে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কালো বোরকা এবং হাতে ছিল তালেবানের পতাকা।
বিডি-প্রতিদিন/শফিক