অবশেষে কাজে ফিরেছেন আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা। আজ রবিবার তাদের তালেবানের সঙ্গে ডিউটিতে দেখা গেছে। জানা গেছে, তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন। খবর এএফপির।
এর আগে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু তালেবান সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরলেন।
এদিকে, গতকাল শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে তালেবানের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু করেছেন নতুন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তালেবানের এক মুখপাত্র এপিকে জানিয়েছে, নাইন/ইলেভেন (৯/১১) হামলার ২০তম বার্ষিকীর দিনেই এই পতাকা উত্তোলন করা হয় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে।
বিডি-প্রতিদিন/শফিক