আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল-থানি।
রবিবার কাবুলে রাষ্ট্রপতি ভবনে তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তালেবান নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
তালেবান জানিয়েছে, উভয় পক্ষ নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কাতারের আফগানিস্তানে মানবিক সহায়তার বিষয়ে আলোচনা বলেছে।
তালেবানের মুখপাত্র সুহেল শাহীন জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সহায়তা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বের সাথে যোগাযোগের উপর জোর দেয়া হয়েছে।
তিনি বলেন, দোহা চুক্তি একটি যুগান্তকারী অর্জন ছিল, সব পক্ষকেই এর বাস্তবায়ন মেনে চলতে হবে।'
তালেবান মুখপাত্রের মতে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে তার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।
এদিন, কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এবং সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: টোলো নিউজ ও আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন