সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অঘোষিত সফরে রাশিয়া সফরে গেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোয় তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় সিরিয়ার পুনর্গঠন কাজ ব্যাহত হওয়ার জন্য দেশটিতে বিদেশি সেনা উপস্থিতিকে দায়ী করেন পুতিন।
পুতিন বলেন, জাতিসংঘের ম্যান্ডেট এবং দামেস্কের অনুমতি ব্যতীত সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতি হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা সিরিয়ার পুনর্গঠন ও সেদেশের জনগণের মধ্যে সংহতি স্থাপনের পথে প্রতিবন্ধকতার জন্ম দেবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, সিরিয়ায় এখনো সন্ত্রাসীদের ছোট ছোট আস্তানা রয়েছে। এসব সন্ত্রাসী শুধু যে সিরিয়ার কিছু কিছু অংশ দখল করে আছে তাই নয় সেইসঙ্গে তারা সাধারণ মানুষকে সন্ত্রাসবাদের শিকারে পরিণত করছে।
প্রেসিডেন্ট পুতিন সন্তোষ প্রকাশ করে বলেন, এতকিছু সত্ত্বেও শরণার্থীরা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া এলাকাগুলোতে ফিরে আসছেন এবং নিজেদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করে আবার স্বাভাবিক জীবন শুরু করছেন যা অত্যন্ত সুখকর।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক