শিরোনাম
১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৫৪

বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা : মোদি

অনলাইন ডেস্ক

বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা : মোদি

নরেন্দ্র মোদি। ফাইল ছবি

৭১ পূর্ণ করে ৭২ এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তার জন্মদিন। এদিন সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের (এসসিও) ২১তম বৈঠকে চীন, পাকিস্তানের সামনেই কট্টরপন্থা নিয়ে তোপ দাগলেন মোদি। পাশাপাশি নিজের ভাষণে এদিন আফগানিস্তান পরিস্থিতিও তুলে ধরেন তিনি। এই সম্মেলনের প্লেনারি সেশনে ভার্চুয়ালি বক্তব্য দেন মোদি।

এদিনের এসসিও বৈঠকে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পায়। পাশাপাশি সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, বহুস্তরীয় অর্থনৈতিক সহযোগিতা, মানুষের মধ্যে আদানপ্রদান এবং অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এদিন এসসিও-র বৈঠকে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তাদের উপস্থিতিতে এদিন মোদি বলেন, ‘এ মুহূর্তে বিশ্বের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা। শান্তির পক্ষে কট্টরপন্থা বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানে ফের শান্তি ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক আলোচনা, সহযোগিতা, স্বচ্ছতাকে সামনে রেখেই সংযোগ স্থাপন সম্ভব।'

তিনি বলেন, ‘মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ বাড়াতে বদ্ধপরিকর ভারত।'

এসসিও-র নতুন সদস্য ইরানকে স্বাগত জানান মোদি। পাশাপাশি ‘ডায়লগ পার্টনার’ হিসেবে মিটে যোগ দেওয়া সৌদি আরব, মিশর এবং কাতারকেও স্বাগত জানান তিনি। মোদি বলেন, ‘২০তম বার্ষীকিতে এসসিও-র ভবিষ্যত নিয়ে ভাবতে হবে আমাদের।’ পাকিস্তান, চীনের নাম করেই মোদির বার্তা, ‘সকল দেশের উচিত অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর