ইয়েমেনের আরও একটি প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের তাড়িয়ে দেশটির তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা।
মেহের নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে, ইয়েমেনি সেনারা ও তাদের মিত্র হুথি যোদ্ধারা ওয়াদি নাখলা এলাকা দখল নিতে সক্ষম হয়েছে। এলাকাটি মা’রিব প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত। তবে তার আগে সৌদি ভাড়াটে সেনা ও আল-কায়েদা সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়।
সূত্রগুলো জানায়, সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করার জন্য ইয়েমেনি সেনারা ও হুথি যোদ্ধারা নাখলা এলাকার আশপাশে তাদের অবস্থান শক্তিশালী করেছে। এর আগে গত শুক্রবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছিলেন, তাদের বাহিনী ও হুথি যোদ্ধারা মা’রিব প্রদেশের প্রায় ১,৬০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে। এ অভিযানে সৌদি সমর্থিত বহু ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর