২২ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৬

বেইজিং কখনোই স্নায়ুযুদ্ধ চাইবে না : জিনপিং

অনলাইন ডেস্ক

বেইজিং কখনোই স্নায়ুযুদ্ধ চাইবে না : জিনপিং

বেইজিং কখনোই স্নায়ুযুদ্ধ বা কর্তৃত্ব চাইবে না বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ‘বিশ্বের উচিত শান্তি, উন্নয়ন, সমতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে থাকা। এগুলোই মানবতার সাধারণ মূলবোধ।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এপি।

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের প্রেসিডেন্ট আর বলেন, 'দেশগুলোর মধ্যে ভিন্নতা ও সমস্যা এড়ানো কঠিন হলে তা সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা এবং সহযোগিতার মধ্য দিয়ে নিরসনের প্রয়োজন। এক দেশের সফলতার অর্থ অন্য দেশের ব্যর্থতা নয়।'

শি জিনপিং বলেন, 'অন্যান্য উন্নয়নশীল দেশে যেন গ্রিন এনার্জি ও কম কার্বন নিঃসরণ হয় এমন জ্বালানি ব্যবহার হয়, সেজন্য সহায়তা দেওয়া বাড়াবে চীন এবং আমরা আর অন্য দেশে নতুন কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করব না।' তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর