২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১০

পাঞ্জাবে কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন সিধু

অনলাইন ডেস্ক

পাঞ্জাবে কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন সিধু

নভজ্যোত সিং সিধু

ভারতের পাঞ্জাব প্রদেশে কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নভজ্যোত সিং সিধু। এই সিদ্ধান্ত নেওয়ার আগে গান্ধী পরিবারের কোনও সদস্য বা হাইকমান্ড ঘনিষ্ট কোনও নেতার সঙ্গেই কথা বলেননি সিধু।

কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন। এর পর সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয় কংগ্রেস নেতৃত্ব। কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব এবং নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেও মতবিরোধ তৈরি হয় সিধুর। তার জেরেই এই পদত্যাগ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সবমিলিয়ে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের চার মাস আগে দলের ভিতরের কোন্দল নিয়ে বিপর্যস্ত কংগ্রেস।

সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে সিধু বলেছেন, সমঝোতার মধ্যেই চরিত্রের অবনমনের বীজ নিহিত থাকে। পাঞ্জাবের ভবিষ্যত ও রাজ্যের কল্যাণের কর্মসূচি নিয়ে কোনোভাবেই আপোস করতে পারব না। সেজন্য প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে আমি কংগ্রেস কর্মী হিসেবেই কাজ করব।

জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে গান্ধী পরিবারের কোনও সদস্য বা হাইকমান্ড ঘনিষ্ট কোনও নেতার সঙ্গেই কথা বলেননি সিধু।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর