রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন প্রেমিকার গোপন সম্পদের তথ্য ফাঁস করেছে প্যানডোরা পেপার্স। সেই প্রেমিকার নাম সেভেৎলানা ক্রিভোনোগিখ। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোর মন্টে কার্লোতে সেভেৎলানার চার ফ্লোরের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এছাড়াও রয়েছে ইয়াট।
৪৬ বছর বয়সী সেভেৎলানার ১০০ মিলিয়ন ডলারের সম্পত্তি আছে বলে দাবি করেছে নিউ ইয়র্ক পোস্ট।
সেভেৎলানার নিজ শহর সেন্ট পিটারসবার্গের ডেপুটি মেয়র ছিলেন পুতিন। সেসময় তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের একটি সন্তানও আছে। তবে পুতিন কখনই এসব তথ্য প্রকাশ্যে আনেননি।
বিডি প্রতিদিন/ফারজানা