যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মোট ১৪টি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। এসব বাড়ির আর্থিকমূল্য ১০৬ মিলিয়ন ডলারেরও বেশি।
৩ অক্টোবর আন্তর্জাতিক কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এ তথ্য জানিয়েছে।
২০০৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে কর ফাঁকি দিয়ে জর্ডানের বাদশাহর এসব বাড়ি ক্রয় করা হয়। তার বিরুদ্ধে জর্ডানে স্বৈরাচারী শাসনব্যবস্থা পরিচালনার অভিযোগ রয়েছে। কঠোর ব্যবস্থা এবং কর বৃদ্ধির কারণে বেশ কয়েক বছর ধরেই প্রতিবাদ করছে সাধারণ মানুষ।
গত বছরের জুনে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে জর্ডান কর্তৃপক্ষ। সে সময় বিদেশে অর্থ পাচারের বিষয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেসময় কর্তৃপক্ষ বলেছিল, কেউ ছাড় পাবে না।
আন্তর্জাতিক কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ব্যঙ্গ করে বলেছে, জর্ডানে সবার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, শুধু বাদশাহ ছাড়া।
বিডি প্রতিদিন/ফারজানা