ইরান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য যে আলোচনা চলছে তাতে কোনো পক্ষই কোনরকম পূর্ব শর্ত দেয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, "আমরা সৌদি আরবের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই সম্পর্ক চাইছি।"
সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
গত এপ্রিল মাস থেকে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে আলোচনা চলে আসছে। এক্ষেত্রে ইরাক স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করছে।
খাতিবজাদে জানিন, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুগুলোতে যতদূর সম্ভব সুন্দর অবয়ব দেয়ার চেষ্টা চলছে।
ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব দূতাবাস খোলার জন্য একটি প্রতিনিধিদল পাঠিয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা নিশ্চিত করেননি ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন