আলজেরিয়া সরকার এবার ফ্রান্সের সামরিক বাহিনীর জন্য তাদের আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করেছে। এ তথ্য জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী। এতে বিপাকে পড়েছে ফ্রান্স, কারণ তাদের জেটগুলো এতদিন পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে যাওয়ার জন্য আলজেরিয়ার আকাশসীমা ব্যবহার করে আসছে। খবর এএফপি’র।
জানা গেছে, ভিসার ক্ষেত্রে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সমালোচনামূলক মন্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট কূটনৈতিক জটিলতায় আলজেরিয়া সরকার তার আকাশসীমায় ফরাসি সামরিক বিমান নিষিদ্ধ করেছে। একইসঙ্গে দেশটি তার সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সকে 'গণহত্যার' জন্য অভিযুক্ত করে এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর 'অগ্রহণযোগ্য' মন্তব্যের প্রতিবাদ করে প্যারিস থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক