ইরান বলেছে, তারা ভিয়েনায় পরমাণু সমঝোতার আলোচনায় ফিরতে চায় তবে তার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে ৮০০ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।
ইরান বলছে, ভিয়েনায় পরমাণু আলোচনায় ফেরার ক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে এই পদক্ষেপকে টিকেট হিসেবে গণ্য করা হবে।
ফ্রান্স-২৪কে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এসব কথা বলেছেন।
তিনি বলেন, ইরান অবশ্যই ভিয়েনা সংলাপে ফিরবে তবে এর আগে প্রেসিডেন্ট রুহানির আমলে যে ছয় দফা সংলাপ হয়েছে ইরানের বর্তমান প্রশাসন এখনো তা পর্যালোচনা করে দেখছে। তেহরান পর্যালোচনা করছে যে, কেন ছয় দফা আলোচনার পরও কোনো পক্ষ সন্তোষজনক একটি পর্যায়ে পৌঁছাতে পারেনি।
সাঈদ খাতিবজাদে বলেন, আমরা এসব ইস্যুও খুঁজে বের করার চেষ্টা করছি যা ভিয়েনা সংলাপের পরবর্তী দফায় আলোচনা করা উচিত। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন