এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ. সি. ম্যাকমিলান। অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পেয়েছেন। দুই বিজ্ঞানী পুরস্কারের অর্থমূল্য সমানভাগে ভাগ করে নেবেন।
ডেভিড ডব্লিউ. সি. ম্যাকমিলানের জন্ম যুক্তরাজ্যের বেলশিলে, ১৯৬৮ সালে। বর্তমানে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে আছেন।
বেঞ্জামিন লিস্টের জন্ম জার্মানির ফ্রাঙ্কফুর্টে, ১৯৬৮ সালে। তিনি আছেন ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট ফর কোল রিসার্চে।