ইসরায়েল সরকার এবার অধিকৃত পূর্ব জেরুসালেমের কালান্দিয়া এলাকার কাছে ১০ হাজার বসতি নির্মাণের পরিকল্পনা করেছে। জানা গেছে, ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুসালেম শহর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুসারে নতুন ইহুদি বসতি নির্মাণ করা হবে। ইসরায়েলের শিল্পাঞ্চল আটারোটের কাছে কালান্দিয়া এলাকায় পরিত্যক্ত জেরুসালেম আন্তর্জাতিক বিমানবন্দরের জমিতে এ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে।
একটি ইসরায়েলি টিভি চ্যানেলের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। তবে কিভাবে এ ইহুদি বসতি নির্মাণ করা হবে- সে সম্পর্কে তেমন কিছু জানায়নি।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম অধিকৃত ভূখণ্ড এবং এখানে সকল ধরনের ইহুদি বসতি নির্মাণ অধৈধ।অভিযোগ রয়েছে, অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিত তীরে ইসরায়েল বসতি স্থাপন করেই যাচ্ছে। দেশটি আন্তর্জাতিক চাপ কিংবা আইনের কোনো তোয়াক্কা করছে না।
সূত্র : ইয়েনি শাফাক।
বিডি-প্রতিদিন/শফিক