আফ্রিকায় কূটনৈতিক সফর করার প্রস্তুতি নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। আগামী ১৭ অক্টোবর আফ্রিকায় চার দিনের সফরে যাচ্ছেন তিনি।
সফরকালে তুর্কি প্রেসিডেন্ট কোভারস এঙ্গোলা, নাইজেরিয়া ও টোগো যাবেন। এরদোগানের চার দিনের সফরে প্রথমে তিনি যাবেন এঙ্গোলায়। এরপর তিনি যাবেন নাইজেরিয়ায় এবং সর্বশেষ সফর করবেন টোগোতে।
করোনাভাইরাস মহামারীতে আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক সহায়তা করেছে তুরস্ক। এছাড়াও আফ্রিকার বিভিন্ন নেতাদের সঙ্গে এরদোগান বিভিন্ন সময় ফোনালাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন। মহাদেশটিতে তুরস্কের কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন