বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের উত্তরাখণ্ডের পরিবহন মন্ত্রী যশপাল আর্য। একইসঙ্গে তার ছেলে ও বিজেপি বিধায়ক সঞ্জীবও যোগ দিয়েছেন। সে রাজ্যে আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট হওয়ার কথা। এর আগে, রাজ্যের প্রভাবশালী নেতা যশপালের এই পদক্ষেপ পদ্ম-শিবিরে ‘বড় ধাক্কা’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবর আনন্দবাজারের।
কংগ্রেসে যোগ দেওয়ার আগে সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকারের পরিবহন মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন যশপাল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে যশপাল এবং সঞ্জীবের ছবি প্রকাশ করে এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল টুইটারে লেখেন, ‘কংগ্রেসের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত।’ কংগ্রেসে যোগ দেওয়ার আগে সোমবার সকালে দিল্লি পৌঁছে রাহুলের সঙ্গে দেখা করেন যশপাল ও সঞ্জীব।
উত্তরাখণ্ডের বিগত কংগ্রেস সরকারেও মন্ত্রী ছিলেন ছয়বারের বিধায়ক যশপাল। তার আগে কংগ্রেস বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার স্পিকারের ভূমিকাও পালন করেছেন। ২০১৭ সালের বিধানসভা ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়তের সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। মুক্তেশ্বর কেন্দ্র থেকে নিজে জেতেন। নৈনিতাল বিধানসভা আসন থেকে জেতান ছেলেকে। সোমবার কংগ্রেসে যোগদান কর্মসূচিতে অবশ্য হরিশের পাশেই বসেছিলেন যশপাল। জানান, তারা এক সঙ্গে লড়াই করে বিজেপিকে ক্ষমতা থেকে সরাবেন।
বিডি-প্রতিদিন/শফিক