কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে জিতে গেছে চীন বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক প্রধান সফটওয়্যার কর্মকর্তা নিকোলাস চেলান। তিনি বলেন, আমেরিকাকে হারানোর পর চীন এখন এই ক্ষেত্রে বিশ্বের ওপর আধিপত্য বিস্তারের পথে আছে। খবর রয়টার্সের।
উল্লেখ্য, পেন্টাগনের প্রথম প্রধান সফটওয়্যার কর্মকর্তা নিকোলাস মার্কিন সামরিক বাহিনীতে প্রযুক্তিগত রূপান্তরের শ্লথগতির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন। এরপর এই প্রথম এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে এগিয়ে রাখলেন। যদিও এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
বিডি-প্রতিদিন/শফিক