গেল সেপ্টেম্বরের শুরুতে আফগানিস্তানের কঠিন সংকট মুহূর্তে আমেরিকা যেতে পারেনি জো বাইডেনকে উদ্ধারকারী আফগান দোভাষী মোহাম্মদ আমান খলিলি ও তার পরিবার। বিষয়টি তুমুল আলোচনার উঠে আসে তখন। যদিও যুক্তরাষ্ট্র তখন জানিয়েছিলো, তারা আমান ও তার পরিবারকে সরিয়ে নিতে সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে।
অবশেষে আফগানিস্তানে জো বাইডেনের সাহায্যকারী ওই আফগান দোভাষী তার পরিবারসহ আফগান ভূখণ্ড ছাড়তে সক্ষম হয়েছেন। জানা গেছে, ২০০৮ সালে তুষারঝড়ে জো বাইডেন এবং অন্য মার্কিন আইন প্রণেতাদের বহনকারী সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের তুষারাবৃত উপত্যকায় অবতরণে বাধ্য হয়েছিল।
সেখানে তারা হামলার শিকার হওয়ার শঙ্কা ছিল। তবে, আমান খলিলিসহ মার্কিন সরকারের হয়ে কর্মরত আফগান কর্মীরা জো বাইডেনের ওই গ্রুপটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিল। এদিকে, চলতি বছরের আগস্ট মাস থেকে আফগানিস্তান ত্যাগ করতে চেয়ে ভিসা ইস্যুতে সহায়তা চেয়ে আসছেন আমান খলিলি। কিন্তু কোনোভাবেই তিনি পরিবার নিয়ে দেশ ছাড়তে পারছিলেন না।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, খলিলি এবং তার পরিবার নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছেন। তারা পরবর্তী যাত্রা পাকিস্তান থেকে শুরু করেছেন। খলিলি এটা করতে পেরেছেন মার্কিন সরকারের নিবিড়, উচ্চ পর্যায়ের সমর্থনের কারণে। আর তার এই যাত্রায় সহায়তা করা আরো অনেকের কাছেই আমরা কৃতজ্ঞ।
সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক