একদিনের প্রবল বৃষ্টিতে বেহাল ভারতের বেঙ্গালুরু শহর! শহরের প্রায় সব প্রান্তেই পানিতে থই থই। ফলে বাস, ট্যাক্সিতে উঠলেও গন্তব্যে পৌঁছাতে নাজেহাল যাত্রীরা।
বৃষ্টির পানিতে অবস্থা এতটাই খারাপ যে বিমানবন্দরের টার্মিনালে পৌঁছাতে শেষমেশ ট্রাক্টরে চড়তে হল যাত্রীদের। মঙ্গলবার এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।
গতকাল সোমবার প্রায় সারাদিন ধরেই বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে গোটা শহরই কার্যত থমকে গেছে। পানি জমেছিল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরেও। বাক্সবোঝাই হয়ে কোনো রকমে বিমানবন্দরে পৌঁছলেও টার্মিনালে ঢুকতে গিয়ে বিপাকে পড়েন বহু যাত্রী। অগত্যা নিরুপায় হয়ে বিমানবন্দরের সামনে দাঁড়ানো ট্রাক্টরেই উঠে বসেছেন তারা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ভারী ব্যাগপত্র নিয়ে কাদাপানি পেরিয়ে ট্রাক্টরে উঠছেন একের পর এক যাত্রী। তার পর গাদাগাদি করে ওই ট্রাক্টরে চেপে বসে টার্মিনালের দিকে রওয়ানা দিচ্ছেন যাত্রীরা।
ভিডিও দেখতে ক্লিক করুন
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন