শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো গ্রিসের ক্রিট দ্বীপে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রা ছিল এই ভূমিকম্পের। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্রিসে ভূতাত্ত্বিক সংস্থা এথেন্স অবজারভেটরির বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টায় এজিয়ান সাগরের তীরবর্তী ক্রিট ও ডোডেক্যানেস দ্বীপে এই ভূমিকম্প অনূভূত হয়। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার ছিল দু’টি। মূল এপিসেন্টার রাজধানী এথেন্সের এজিয়ান উপকূলের ৪০৫ কিলোমিটর গভীরে অপরটি ক্রিট দ্বীপের গ্রাম জাকরোসের ২৪ কিলোমিটার গভীরে।
উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আজ দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো ক্রিটে। দু’সপ্তাহ আগে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল দ্বীপটিতে। তখন মারা গিয়েছিলেন ১ জন এবং আহত হয়েছিলেন অন্তত ১০ জন।
বিডি-প্রতিদিন/শফিক