ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বন ধ্বংসের দায়ে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে অস্ট্রিয়ার পরিবেশগত ন্যায়বিচার প্রচারক সংগঠন অলরাইজ। ২৮৬ পৃষ্ঠার ওই অভিযোগ আইসিসিতে জমা দিয়েছে পরিবেশগত ন্যায়বিচার নিয়ে কাজ করা ওই সংগঠনটি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি।
সংগঠনটির পক্ষ থেকে বলসোনারো প্রশাসন ও তার বিরুদ্ধে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বলসোনারোর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বলসোনারো ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পরিবেশরক্ষকদের হত্যা করেছেন ও বন উজাড়ের কারণে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মাধ্যমে বিশ্বের জনগোষ্ঠীকে বিপন্ন করে তুলছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত