সৌদি আরবের বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রমাগত বোমাভর্তি ড্রোন হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ধারাবাহিকভাবে এমন হামলাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করছে সৌদি।
এদিকে, সৌদির জাজান এলাকা লক্ষ্য করে ফের ড্রোন ছুড়েছে হুথি। তবে হুথিদের ছোড়া ড্রোনটিকে আকাশেই ধ্বংস করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদির জাজান এলাকা লক্ষ্য করে হুথিদের ছোড়া ড্রোনটিকে আকাশেই ধ্বংস করেছে সৌদি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদির আভা ও জাজান এলাকায় ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন