যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এক এমপিকে হত্যার ঘটনায় অন্যান্য এমপিদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছেন, এমপিদের নিরাপত্তা বাড়ানো হবে।
তিনি বলেন, পুলিশ এবং সংসদীয় কর্তৃপক্ষ বিভিন্ন পরিবর্তন নিয়ে কাজ করছে এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এমপিদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার পূর্ব লন্ডনের বেলফায়ার মেথডিস্ট গির্জায় ডেভিড অ্যামসকে হত্যা করা হয়। যুক্তরাজ্যে গত পাঁচ বছরের মধ্যে এ নিয়ে দু’জন সংসদ সদস্য হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। অ্যামস নিহত হওয়ার পর দেশটির রাজনীতিবিদদের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন