কনুইয়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে (৬৪)। সরকারি ভবনে পড়ে গিয়ে কনুইয়ে চোট পান তিনি। পরে হাসপাতালে ভর্তি হন ক্যারি।
সরকারি বিবৃতিতে বলা হয়, রবিবার রাতে পড়ে গিয়ে পড়ে গিয়ে কনুইয়ে ফ্র্যাকচার হয়ে যায় তার। রাতে হাসপাতালেই ছিলেন। সোমবার সকালে তাকে ছাড়া হয়।
ক্যারি লাম ছুটিতে থাকাকালীতে প্রধান নির্বাহীর দায়িত্ব সামলাবেন প্রধান সচিব জন লি। ক্যারি লামের নিয়মিত প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে।
সূত্র : ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/ফারজানা