২০ অক্টোবর, ২০২১ ১৯:০২

ইসরায়েলি পুলিশের ক্ষমতা বৃদ্ধির নতুন পাঁয়তারা, ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিন

অনলাইন ডেস্ক

ইসরায়েলি পুলিশের ক্ষমতা বৃদ্ধির নতুন পাঁয়তারা, ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিন

ফিলিস্তিনি নারীকে আটকের ফাইল ছবি -আল-জাজিরা

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বেড়েই চলেছে। এতদিন দখলদার ইহুদি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তল্লাশির নজিরবিহীন ক্ষমতাবলে ওয়ারেন্ট নিয়েই অভিযান চালাত, এবার ক্ষমতা আরও বাড়ানোর পাঁয়তারা থেকে নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল। 

এটি কার্যকর হলে, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে ইসরায়েলি পুলিশ তল্লাশি চালাতে পারবে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, রীতিমতো ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিন। তাদের আশঙ্কা, এর ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার-নির্যাতন আরও বেড়ে যাবে। খবর আল-জাজিরার।

জানা গেছে, ইসরায়েলের মন্ত্রিসভা গত রবিবার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধির একটি নতুন বিলের অনুমোদন দিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ যদি মনে করে, তারা কোনো বাড়িতে ঢুকলে গুরুতর অপরাধে জড়িত সন্দেহভাজনকে আটক অথবা এ সংক্রান্ত প্রমাণ জোগাড় করতে পারবে, তাহলে সেখানে প্রবেশে আদালতের পূর্বঅনুমতির দরকার হবে না।

এখন বিলটি ইসরায়েলি পার্লামেন্টে তোলা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলেই তা আইনে পরিণত হবে। ফিলিস্তিনিদের প্রধান আইনি সুরক্ষা সংস্থা জানিয়েছে, এই ক্ষমতা ফিলিস্তিনিদের ভয় দেখাতে, বিশেষ করে প্রতিবাদ-বিক্ষোভের সময় মারাত্মক অপব্যবহার হতে পারে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর