২১ অক্টোবর, ২০২১ ০৯:৫২

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান, সেনা সদস্যসহ ১৫৮ গুলেন সমর্থককে গ্রেফতারের নির্দেশ

অনলাইন ডেস্ক

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান, সেনা সদস্যসহ ১৫৮ গুলেন সমর্থককে গ্রেফতারের নির্দেশ

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সেনা সদস্যসহ দেশটির নির্বাসিত বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনের ১৫৮ সমর্থককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির আদালত মঙ্গলবার তাদের গ্রেফতারের এ নির্দেশ দেয়। খবর রয়টার্স।

এ ছাড়া গুলেনের দলে যোগ দেওয়ার অপরাধে ৩৯ নারীকে তুরস্কের পাঁচ প্রদেশ থেকে আটক করা হয়েছে। আটক নারীদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন চিকিৎসক রয়েছেন। তুর্কি সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এসব নারীর বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়।

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাছাড়া গুলেনের পক্ষে সমর্থক আকৃষ্ট করার জন্য নারীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতেন বলে অভিযোগ করা হয়েছে এসব নারীদের বিরুদ্ধে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর