২৩ অক্টোবর, ২০২১ ০৫:৩৬

জ্বালানির মূল্য বৃদ্ধিতে ফ্রান্সে নাগরিকদের প্রণোদনা দেওয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক

জ্বালানির মূল্য বৃদ্ধিতে ফ্রান্সে নাগরিকদের প্রণোদনা দেওয়ার ঘোষণা

যেসব নাগরিকের মাসিক মোট আয় ২০০০ ইউরোর (২ লাখ টাকা প্রায়) কম, তাদের প্রত্যেককে এককালীন ১০০ ইউরো (১০ হাজার টাকা প্রায়) করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মূলত দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধকল সামলাতে নাগরিকদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সরকারের এই ‘মুদ্রাস্ফীতি ভাতা’ সরাসরি ৩ কোটি ৮০ লাখ ফরাসি নাগরিকের কাছে চলে যাবে। যারা গাড়ি বা মোটরবাইক চালান না তারাও এই ভাতা পাবেন।

প্রথম দফায় ডিসেম্বরের শেষ দিকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের এই অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী ও পেনশনভোগীরা এই অর্থ পাবেন ২০২২ সালের শুরুতে। এই ১০০ ইউরোর জন্য নাগরিকদের কোনো কর দিতে হবে না।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স বলেছেন, এজন্য সরকারের ৩৮০ কোটি ইউরো খরচ হবে। জ্বালানি শুল্ক কমানোর চেয়ে এতে খরচ অনেক কম হবে বলে জানিয়েছেন তিনি।

ফ্রান্সের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশটিতে ডিজেলের দাম প্রতি লিটারে রেকর্ড ১ দশমিক ৫৬ ইউরো বেড়েছে। অপর দিকে পেট্রলের দাম বেড়েছে প্রতি লিটারে ১ দশমিক ৬২ ইউরো।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর