শিরোনাম
২৩ অক্টোবর, ২০২১ ১৬:২২

শিক্ষার্থীদের হোমওয়ার্কের চাপ কমানোসহ আরও যেসব বিধান রেখে আইন পাশ করলো চীন

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের হোমওয়ার্কের চাপ কমানোসহ আরও যেসব বিধান রেখে আইন পাশ করলো চীন

ফাইল ছবি

চীনে আজ শনিবার পারিবারিক শিক্ষা বিষয়ক নতুন আইন পাশ হয়েছে। এতে শিশুদের ওপর হোমওয়ার্কের ওপর থেকে চাপ কমানোর নির্দেশনা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে যাতে শিশুদের আলাদা করে হোমওয়ার্ক করতে না হয়, টিউটরের স্মরণাপন্ন তা হতে হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ আইন অনুযায়ী শিশুদের অসদাচরণের কারণে বাবা-মাকে আইনের আওতায় আনার বিধান রাখা হয়েছে। 

আজ শনিবার এক প্রতিবেদনে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে নতুন আইনটির পক্ষে ভোট দিয়েছেন চীনের আইনপ্রণেতারা। 

শিশুরা যাতে ইন্টারনেটে আসক্ত না হয়ে যায় তার জন্য বাবা-মাকে পদক্ষেপ নিতে হবে। শিশুরা কতক্ষণ ইন্টারনেটে কাটাতে পারবে তার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আইন অনুসারে, শিশুদের শিক্ষা, বিশ্রাম, ব্যায়াম ও বিনোদনের বিষয়ে বাবা-মাকে খেয়াল রাখতে হবে। শিশুরা যাতে পরিবারে বয়োজ্যৈষ্ঠদের সম্মান করে, খেয়াল রাখে এবং দল, সমাজ, দেশকে ভালোবাসে সেই শিক্ষা দিতে হবে বাবা-মাকে। পাশাপাশি নিজেদের একটা নির্দিষ্ট সময় তাদের বরাদ্দ রাখতে হবে সন্তানের জন্য।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর