ভেজাল মদ পানে ভারতের বিহারে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বিহারের পশ্চিম চাম্পারনে স্থানীয়ভাবে তৈরি মদপানে ৮ জনের ও রাজ্যের সারণ বিভাগের গোপালগঞ্জ ভেজাল মদপানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত দুই দিনের এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর ইন্ডিয়া টুডে ও ওয়ান ইন্ডিয়ার।
জানা গেছে, শিডিউল কাস্ট সম্প্রদায়ভুক্তরা এই পানীয় খেয়েছিলেন। স্থানীয় মদ বিক্রেতাদের কাছ থেকেই সেগুলো কেনা হয়েছিল। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান বিহারের মন্ত্রী জনক রাম। তিনি জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি। এটি একটি ষড়যন্ত্রমূলক কাজ হয়ে থাকতে পারে।
সেখানের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন এখনও আসেনি। তাই মৃত্যুর কারণ স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তিনটি দল এসব মৃত্যুর ঘটনা তদন্ত করছে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিহারের নওয়াদা, পশ্চিম চম্পারণ, মুজফফরপুর, সিওয়ান ও রোহতাস জেলায় ভেজাল মদ খেয়ে অন্তত ৭০ জন মারা গেছেন। এ ঘটনায় অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন
বিডি-প্রতিদিন/শফিক