মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরও)। সংস্থাটি দেশটির চিন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, মিয়ানমারের চিন রাজ্যে ভারী অস্ত্রসহ সেনা জড়ো করছে মিয়ানমার সরকার। সেখানে বিদ্রোহীদের ওপর হামলার জন্য সেনা জড়ো করা হচ্ছে। তাই সেখানে সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৫২১টি আন্তর্জাতিক ও স্থানীয় সংগঠনের পক্ষে হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই আছে। এর মধ্যে দেশটিতে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর