যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্থানীয় সময় শুক্রবার রাতে একটি কনসার্টে যোগ দিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
ওই কনসার্টে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। শত শত দর্শক মঞ্চের দিকে এগোলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। তখন হতাহতের ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে পড়ে অনেকে জ্ঞান হারান, আহত হন, এতে আরও বেশি আতঙ্ক তৈরি হয় দর্শকদের মধ্যে। অনেকে হৃদরোগেও আক্রান্ত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, কনসার্টে ওই ৮ ব্যক্তির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে মরদেহের মেডিকেল পরীক্ষা করা হবে।
শুক্র ও শনিবার ব্যাপী ওই কনসার্টের আয়োজন করা হয়েছিল। রাতে হুড়োহুড়ি বেঁধে হতাহতের পরপরই উৎসব বাতিল ঘোষণা করা হয়েছে। ফিল্ড হাসপাতালে অনেককে চিকিৎসা দেওয়া হয়েছে। যেসব পরিবার এখনো তাদের স্বজনদের খোঁজ পাননি তাদেরও সহায়তা দিচ্ছে প্রশাসন। এ জন্য একটি হোটেলে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা