দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনের বিরোধীতা করে বাহরাইনে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন।
শুক্রবার জুমা নামাজের পর আল-কাদাম এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল-ইয়েমেনে সৌদি আগ্রাসন ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তারা লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লেবানন যুদ্ধ বন্ধের দাবি জানান।
বিক্ষোভকারীদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল- ‘বাহরাইনের জনগণ ইয়েমেনের ওপর সৌদি ব্যর্থ যুদ্ধের অবসান চায়’।
এর আগে গত ৩০ অক্টোবর বাহরাইনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে মানামা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় মানাম সরকার। এর একদিন পর বাহরাইনের জনগণ ইয়েমেন যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল করলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন