ভারতে পেট্রল-ডিজেলের পর এবার ভোজ্য তেলের দামও কমানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, একাধিক ভোজ্য তেলের দাম কমাতে সাধারণ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে ভোজ্য তেলের দাম কমে গেছে।
ভারতের খাদ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। বলা হয়েছে, ভারতে উৎসবের মৌসুমে শুক্রবার বাজারে বাদাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম লিটারে কমেছে ৫ থেকে ২০ রুপি পর্যন্ত কমেছে। যদিও সরিষার তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
এর আগে, পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত সরকার। গত বৃহস্পতিবার ভোর থেকে দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি করে কমেছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।
জানা গেছে, দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে পেট্রল ১০৪ ও ডিজেল ৮৯ রুপিতে বিক্রি হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক