অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর হয়ে উঠছে ক্ল্যামিডিয়া। এই রোগে আক্রান্ত হয়ে বহু কোয়েলা মারা যাচ্ছে। ক্ল্যামিডিয়া এক ধরনের যৌন রোগ। এটি ক্লামিডিয়া ট্রাকোমেটিকস নামক ব্যাকটেরিয়ার জন্য হয়। এ ব্যাকটেরিয়া নারীদের প্রজনন অঙ্গগুলোর ক্ষতি করে।
বিজ্ঞানীরা এ রোগকে নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন। এ কারণে বন্য এ প্রাণীটি চরম হুমকির মধ্যে আছে বলে বিশেষজ্ঞরা বলছেন। প্রতিবছর এ যৌনবাহিত রোগে বিশ্বের ১০ কোটি মানুষ আক্রান্ত হয়। চিকিৎসা না করালে এ সব নারীরা বন্ধ্যা হয়ে যান।
কিন্তু কোয়েলাদের ক্ষেত্রে এ রোগের ফলে অন্ধ হয়ে যেতে পারে প্রাণীটি। কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণায় মারাও যাচ্ছে অনেক কোয়েলা।
এ ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন, ইউক্লিপটাস গাছের পাতা খেয়ে কোয়েলাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে দ্রুত এ রোগ একটি থেকে অন্য কোয়েলায় ছড়াচ্ছে।
পরিবেশ বিপর্যয়ের ফলে এ রোগ দ্রুত ছড়াচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আক্রান্ত এসব প্রাণীকে বাাঁচাতে টিকা দেওয়ার কথা ভাবছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ