আরও একটি নিজস্ব দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল তুরস্ক। গতকাল শনিবার 'সিপের' নামের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়।
এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প দফতরের প্রধান ইসমাইল দেমির এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র আঙ্কারার নিজস্ব দূরপাল্লার ও বিভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন এক মাইলফলক। সিপারের শক্তিশালী সহায়তায় আমরা আমাদের আকাশসীমা থেকে সব হুমকি দূর করবো।
এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসান ও রকেটসাসের সাথে দেশটির বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সরকারি সংস্থা সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্স কাউন্সিল অব টার্কি।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।
ডি-প্রতিদিন/শফিক