ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, শনিবার (৬ নভেম্বর) সরকার সমর্থক ঘাঁটি মারিবের আশপাশে অভিযানে দেড়শোর বেশি হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। জোটের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, সম্প্রতি অভিযানে ১৪টি সামরিক যান ও ১৫৭টিরও বেশি সন্ত্রাসী উপকরণ ধ্বংস করা হয়েছে। খবর দ্য সিয়াসাত ডেইলি'র।
সাম্প্রতিক মাসগুলোতে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র রূপ নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, মারিবে সেপ্টেম্বরের লড়াইয়ে ১০ হাজার লোক ঘরছাড়া হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিক সমর্থিত সরকারের সর্বশেষ ঘাঁটি মারিবের সংঘাতে মানবিক বিপর্যয় আরও চরম রূপ নিয়েছে। গত মাস থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছে হুতিরা। শিয়া হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি বাহিনীকে বিমান হামলার ওপর নির্ভর করতে হচ্ছে। সাত বছরের যুদ্ধে ইয়েমেনে মানবিক সংকট দেখা দিয়েছে। ২০১৪ সালে মারিবের ১২০ কিলোমিটার পশ্চিমে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এরপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করেছে।
এতে হাজার হাজার ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ। দেশটি এখন দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডি প্রতিদিন/হিমেল