ভারতের মধ্যপ্রদেশের কমলা নেহেরু হাসপাতালের নবজাতক-সেবা ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে চারটি শিশুর মৃত্যু হয়েছে। ওই নবজাতক ইউনিটে চল্লিশটির বেশি শিশু ছিল। তাদের মধ্যে অনেকের ওজন কম। এসব নবজাতককে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে
সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজ্যটির চিকিৎসা শিক্ষামন্ত্রী বিভাষ কৈলাশ শারাং বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের অন্যান্য শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন