ইয়েমেনের হুতিরা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের অভ্যন্তরে আরামকো তেল শোধনাগারসহ বেশ কিছু স্থাপনায় ১৪টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে। শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে হুতিদের ড্রোন হামলার বিষয়ে সৌদি আরব নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও সৌদি আরব নেতৃত্বাধীন জোটবাহিনী আবার ইয়েমেনে এই গ্রুপের বিরুদ্ধে ১৩টি স্থাপনায় হামলার দাবি করেছে।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদ, বন্দর নগরী জেদ্দা, আভা, জিজান ও নাজরান শহরের সামরিক স্থাপনায় এবং জেদ্দায় আরামকোর তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে।
এদিকে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দাবি করছে, শনিবার জোট অপারেশন চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানা, সা’দা এবং মারিব প্রদেশে। সেসব স্থানে অস্ত্রের মজুদাগার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন যোগাযোগ ব্যবস্থার ওপর এসব হামলা চালানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক