সম্প্রতি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হচ্ছে বলে দাবি করছে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এর মধ্যে আবারও ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার মধ্যাঞ্চলে দুই বেসমারিক নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
সানা নিউজ এজেন্সির দেওয়া তথ্য মতে, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী হোমসের হামলাটি আটকানোর চেষ্টা করেছে। সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে সাতজন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ার এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ায় ইসরায়েলি হামলার পরিমাণ বেড়েছে। সিরীয় ভূখণ্ডে হামলা নিয়ে খুব কমই স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েল।
বিডি প্রতিদিন/এএম