২৭ নভেম্বর, ২০২১ ১৬:১৯

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করলো মরক্কো

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করলো মরক্কো

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ ও মরক্কোর প্রতিরক্ষা প্রশাসন মন্ত্রী আবদেললতিফ লাউদি

ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ মরক্কো সফরে গেছেন। সফরে তিনি রাবাতের সঙ্গে একটি নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করেছেন। 

তাদের এই চুক্তির বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন।

তারা বলছে, এই চুক্তি এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

গত বছর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, সুদান এবং মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর ইসরায়েলের কোনো মন্ত্রী এই প্রথম রাবাত সফর করছেন। এরই অংশ হিসেবে গত বুধবার দুই পক্ষ নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করে।

এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলের সঙ্গে এ ধরনের সম্পর্ক চুক্তি করার ফলে ইহুদিবাদী শক্তি এ অঞ্চলে বর্বর হত্যা ও অপরাধজ্ঞ চালানোর সবুজ সংকেত পাবে।

এ ধরনের চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে আরব বিশ্বের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফিলিস্তিনি নেতারা।

এদিকে, ইসরায়েলি মন্ত্রী বেনি গান্তজের মরক্কো সফরের প্রতিবাদ জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। গতকাল রাজধানী রাবাতে তারা বিক্ষোভ মিছিল বের করেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর