৩০ নভেম্বর, ২০২১ ০০:০২

ফিলিস্তিনিদের মুক্তি ছাড়া ইহুদিরা দিনের আলো দেখবে না, হামাসের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের মুক্তি ছাড়া ইহুদিরা দিনের আলো দেখবে না, হামাসের হুঁশিয়ারি

ইনসেটে হামাস নেতা ইসমাইল হানিয়া

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বন্দীদের মুক্তি দেয়া হবে না, তারা কখনো দিনের আলোর মুখ দেখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

গতকাল রবিবার এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের প্রধান এই ঘোষণা দিয়েছেন। ইসমাইল হানিয়ার বক্তব্য সংগঠনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং ইসরায়েলের কারাগারে বন্দিরা যে অনশন করে আসছেন তার প্রতি হামাসের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে হামাস কঠোর পরিশ্রম করছে বলেও তিনি জানান।

ইসমাইল হানিয়া বলেন ২০১১ সালে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে চুক্তির আওতায় এই পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করতে সমর্থ হয়েছে তার সংগঠন। তিনি বলেন, বল প্রয়োগ না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল স্বেচ্ছায় কোনো মীমাংসায় আসে না।

ইসরায়েলের কারাগারে প্রায় সাত হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের মধ্যে বহু ফিলিস্তিনি বিনা বিচারে আটক রয়েছেন। এ সমস্ত বন্দিকে নির্জন কারাকক্ষে রাখা হয় এবং তাদের আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করতে দেয়া হয় না। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর