৬ ডিসেম্বর, ২০২১ ০৬:৫১

ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানের র‍্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানের র‍্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা

ইরানি এয়ার ডিফেন্স ফোর্সের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে।

নাতাঞ্জ এয়ার ডিফেন্সের কমান্ডার জানিয়েছেন, সম্পূর্ণ নিরাপদ এলাকায় এই মহড়া চালানো হয়েছে এবং এজন্য সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হয়েছে। শহরে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এবং র‍্যাপিড রিঅ্যাকশন ফোর্সের মহড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাতাঞ্জের মরুভূমি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে; এর সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনার কোনো সম্পর্ক নেই এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। নাতাঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরের সম্পূর্ণ নিরাপদ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর